চাঁপাইনবাবগঞ্জে নৌকার পোস্টার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০২৩ , ৭:৫৮ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকা মার্কার প্রার্থীর টাঙানো পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা নিয়ে রবিবার (২৪ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরে শিবগঞ্জ থানা পুলিশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। গত তিনদিন থেকে উপজেলার কানসাট আব্বাস বাজার, বিশ্বনাথপুর, শিবগঞ্জ পৌর এলাকার সেলিমাবাদ খানপাড়া, ইসরাইল মোড়, মনাকষার খড়িয়াল, উজিরপুর ও রানীহাটি বাজারসহ বিভিন্ন এলাকায় নৌকা মার্কার নির্বাচনী পোস্টার, ফেস্টুন, ব্যানার ও পোস্টার লাগানোর সরঞ্জাম ছিঁড়ে ফেলার অভিযোগ করেন এমপি শিমুল। অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান।

[wps_visitor_counter]