বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ছেলে নিহত

প্রকাশিত : ডিসেম্বর ২৭, ২০২৩ , ৫:৫৪ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার সোনাইমুড়ী উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, লিটন চন্দ্র দেব নাথ ও তার ছোট ছেলে। বুধবার (২৭ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) সকাল ১০টার দিকে উপজেলার জুনুদপুর পোলের গোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় আহত হয়েছে লিটন চন্দ্র দেব নাথের বড় ছেলে ও বাসের এক যাত্রী। আহতদের উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মোটরসাইকেল চালক লিটন চন্দ্র দেব নাথ সকালে তার দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেল যোগে বাংলা বাজার থেকে জুনুদপুর পোলের গোড়া এলাকায় পৌঁছালে চাটখিল থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক লিটন চন্দ্র দেব নাথ ও তার ছোট ছেলে মারা যায়। বাসটি খাল থেকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস এর কর্মীরা।

[wps_visitor_counter]