বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত : ডিসেম্বর ২৭, ২০২৩ , ৮:৪০ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বৈশাখী টেলিভিশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বুধবার (২৭ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) সকালে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা ১১টায় নবাবগঞ্জ ক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্লাবের হলরুমে অতিথিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান বীর-মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ রহুল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বৈশাখী টিভি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুল ওহাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, এনটিভির মোঃ নাসিম মাহমুদ, কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার মোঃ নাবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মোঃ রফিকুল আলম, যমুনা টিভির মনোয়ার হোসেন জুয়েলসহ অন্যরা। বৈশাখী টেলিভিশন এর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা, স্থানীয় পত্রিকা গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামানিক, ভোরের ডাকের কামাল সুকরানা, চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজা বাবু, চাঁপাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জমসেদ আলী, ডিবিসি’র জেলা প্রতিনিধি জহরুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বালুগ্রাম আদর্শ কলেজের উপাধ্যক্ষ গোলাম ফারুক মিঠুন। এসময় প্রধান অতিথি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বৈশাখী টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান পরিবেশন করে মানুষের উন্নত মনন গঠনে ভূমিকা রাখবে। বক্তারা বৈশাখী টেলিভিশন এর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করে প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলের দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে সাংবাদিক মোঃ নাদিম হোসেন, ইসাহাক আলী, জাহাঙ্গীর আলমসহ জেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

[wps_visitor_counter]