চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান

প্রকাশিত : ডিসেম্বর ২৭, ২০২৩ , ৮:৪৫ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। জেলা তথ্য অফিসার মো. ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এত প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম মাসুদুর রহমান। শুরুতে মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র প্রদর্শন এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ননটেক) দূর্গা চরণ রায় ও আফিদা রহমান (ইলেকট্রিক্যাল)। স্বাগত বক্তব্য রাখেন সহকারী জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল আহাদ। অনুষ্ঠান সঞ্চালনা ও কুইজ প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন পলিটেকনিক ইন্সটিটিউট এর ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) মোঃ সুবেল আলী। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]