পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত : নভেম্বর ১৭, ২০২৩ , ১০:৩৫ অপরাহ্ণ

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, জাতীয় সংসদের চীফ হুইপ ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ মোঃ শামসুল হক চৌধুরী এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম এমপি, সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি, রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান এমপি এবং পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন। সংসদ সদস্যগণ সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্থ বড়ুয়াসহ জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের সঙ্গীত উপভোগ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এবং স্পীকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন। এছাড়া অনুষ্ঠানে মন্ত্রীপরিষদ সদস্যবৃন্দ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিবৃন্দ, সংসদ সদস্যগণ ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]