পঞ্চগড়ে পৌঁছেছে নির্বাচনের সরঞ্জাম ও ব্যালট পেপার

প্রকাশিত : ডিসেম্বর ২৬, ২০২৩ , ৫:৪৬ অপরাহ্ণ

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় ব্যালট পেপারসহ নির্বাচনী সকল সামগ্রী পৌঁছেছে পঞ্চগড়ে। সোমবার (২৫ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) ঢাকা থেকে পুলিশি পাহারায় ব্যালট পেপারসহ সরঞ্জামের একটি কাভার্ডভ্যান পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়। মঙ্গলবার (২৬ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) ভোর ৬টা ৪০ মিনিটে পঞ্চগড়ে পৌঁছালে সকাল সাড়ে ৯টার সময় অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দীন ও জেলা নির্বাচন কর্মকর্তা সুদাংসু কুমার সাহা’র উপস্থিতিতে সরঞ্জামাদি পঞ্চগড় জেলা প্রশাসকের ট্রেজারির ভাণ্ডার কক্ষে রাখা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ের দুইটি আসনের জন্য নির্বাচন কমিশন থেকে ছোট- বড় ৭৯টি ব্যালট পেপারের বস্তা, কাটুন পাঠানো হয়েছে বলে জানান ট্রেজারি কর্মকর্তা। রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, আগামী ৭ জানুয়ারি পঞ্চগড়ের দুইটি আসনের মধ্যে পঞ্চগড়-১ আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৪ লাখ ৩৭ হাজার ২২ ভোটার অপরদিকে পঞ্চগড়-২ আসনে ৩ লাখ ৮৯ হাজার ২৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

[wps_visitor_counter]