বিরামপুরে নৌকার প্রার্থী শিবলী সাদিকের গণসংযোগ

প্রকাশিত : ডিসেম্বর ২৭, ২০২৩ , ৮:৫৫ অপরাহ্ণ

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুর-৬ আসনের নির্বাচনী উপজেলা বিরামপুরের বিভিন্ন গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ চালিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী শিবলী সাদিক। বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে এ আসন গঠিত। এবারের নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছে বর্তমান এমপি শিবলী সাদিক। বুধবার (২৭ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ভোটারদের কাছে ভোট চেয়েছেন তিনি। এসময় এমপি শিবলী সাদিক ভোটারদের উদ্দেশ্যে বলেন, সমৃদ্ধ ও স্মার্ট বিরামপুর গড়তে নৌকা প্রতীকে ভোট দেওয়ার কোন বিকল্প নেই। নৌকা প্রতীকে ভোট দিলে এই ইউনিয়নের রাস্তা-ঘাট, বেকারত্ব দূরীকরণসহ নানা প্রতিশ্রুতি দেন তিনি। তিনি ভোটারদের আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। এমপি শিবলী সাদিক উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ভগবতিপুর, শ্রীপুর, মোন্নাপাড়া, সোডাপীর, কাচারী, খয়েরপাড়া, হরিদাসপুরসহ অসংখ্য গ্রামে নারী ও পুরুষ ভোটারদের মাঝে প্রচারণা চালান। এর আগে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সাথে নির্বাচনী উঠান বৈঠক এবং পৌর শহরের পূর্ব পাড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্যের সাথে মতবিনিময় করেন তিনি। গণসংযোগ ও উঠান বৈঠকে স্থানীয় নারী পুরুষ ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন। গণসংযোগ-কালে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শীবেশ কুণ্ডু, নাড়ু গোপাল কুণ্ডু, রহমত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, সেলিম রানা, মতিয়ার রহমান, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামালসহ উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী-সমর্থক ছাড়াও নানা শ্রেণি-পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। এসময় নৌকার স্লোগানে মুখর হয়ে উঠে চারপাশ।

[wps_visitor_counter]