নবনির্মিত রেলপথ এবং নির্মাণাধীন রেলওয়ে স্টেশন পরিদর্শন

প্রকাশিত : নভেম্বর ২৪, ২০২৩ , ৪:৫৮ অপরাহ্ণ

নড়াইল, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন শুক্রবার (২৪ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) গ্যাংকারযোগে ভাঙ্গা রেলওয়ে জংশন থেকে নড়াইল জেলার লোহাগড়া পর্যন্ত নবনির্মিত রেলপথ এবং নির্মাণাধীন ভাঙ্গা, মুকসুদপুর ও লোহাগড়া রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এছাড়া, ঢাকা থেকে ভাঙ্গা রেলওয়ে স্টেশনে যাওয়ার সময় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মন্ত্রী লোহাগড়া রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ ও রেলস্টেশনসমূহ আগামী বছরের জুনের মধ্যে নির্মাণ কার্যক্রম শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, সরকার দেশের যে উন্নয়ন করেছে তা জনগণ জানে এবং জনগণ প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে।
পরিদর্শনকালে পদ্মা রেলসেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আফজাল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ কামরুল হাসান, ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল শামস, সিএসসির ডেপুটি কো-অর্ডিনেটর বিগ্রেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ এবং বিগ্রেডিয়ার জেনারেল এ এস এম ফয়সাল উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]