পণ্য বহুমুখীকরণ করে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির বাজার সম্প্রসারণ করতে হবে

প্রকাশিত : জানুয়ারি ৩১, ২০২৩ , ৯:৫৬ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক বলেছেন, ব্যবসায়ীদের নতুন পণ্যের উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও বহুমুখীকরণ করে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে।
মঙ্গলবার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) স্থায়ী কমপ্লেক্সে মাসব্যাপী ২৭তম আন্তর্জাতিক বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআই’র সিনিয়র সহসভাপতি মোস্তফা আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। সেদিকে লক্ষ্য রেখে স্কিল ম্যানপাওয়ার তৈরি করা অর্থাৎ দক্ষ মানবসম্পদ তৈরি করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপায়ণের লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ করে শিল্পসমৃদ্ধ উন্নত সোনার বাংলা গড়ার পথে অগ্রসর হচ্ছেন। এ লক্ষ্যে তিনি রূপকল্প ঘোষণা করে বাংলাদেশকে সমৃদ্ধির কাক্সিক্ষত গন্তব্যে নিয়ে যেতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মন্ত্রী আরো বলেন, করোনা মহামারির সময়ে প্রধানমন্ত্রী বস্ত্রখাতসহ সকল ব্যবসায়ীদের মাঝে আর্থিক প্রণোদনা ঘোষণা করেন, পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে শিল্পপ্রতিষ্ঠান খুলে রাখার পক্ষে সাহসিক সিদ্ধান্ত নেন, ফলে বিশ্বব্যাপী চরম অর্থনৈতিক মন্দার সময়ও দেশের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশ করোনা মহামারির সময়ে শিল্প কলকারখানাসহ সকল কিছু বন্ধ রেখে আজ সংকটময় পরিস্থিতিতে পড়েছে। করোনা মহামারির সময়ে প্রধানমন্ত্রীর সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণেই দেশ এক মহাবিপর্যয়কে কাটিয়ে উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে।

[wps_visitor_counter]