All Menu

ঈদের আগে নতুন ঈদগাহ পেল মোহাম্মদপুর ও মুরাদপুর এলাকাবাসী

চট্টগ্রাম, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে মোহাম্মদপুর ও মুরাদপুর এলাকাবাসীর জন্য ঈদগাহ নির্মাণ করা হয়েছে। সোমবার (০৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) নবনির্মিত এই ঈদ জামাত ও জানাযার নামাজের মাঠ নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। এসময় এলাকাবাসী মেয়রকে ধন্যবাদ জানিয়ে বলেন, আখতারুজ্জামান ফ্লাইওভারের নীচে একসময় যে স্থানটি ছিল মাদকের আড্ডা-স্থল মেয়রের উদ্যোগে সেটিই পরিণত হয়েছে নামাজের স্থানে৷ আগে এ এলাকায় রাস্তার উপর জানাযার নামাজ পড়তে হতো। এ ঈদগাহটি নির্মাণ হওয়ায় এলাকাবাসীকে আর রাস্তায় নামাজ পড়তে হবেনা। এলাকাবাসী মেয়রকে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরলে মেয়র প্রকৌশল বিভাগকে সমস্যাগুলো যাচাই করে সমাধানের নির্দেশনা দেন। এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মোবারক আলী, কাউন্সিলর গাজী মোঃ শফিউল আজিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, উপ-সহকারী প্রকোশলী মশিউজাম্মান পাভেল, মহিউদ্দিন আহমেদ।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top