চোলাই মদসহ ২ ব্যবসায়ী আটক

প্রকাশিত : মার্চ ৭, ২০২৩ , ১২:০৪ পূর্বাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ২ হাজার ৩৯০ লিটার চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, জেলার গোমস্তাপুর উপজেলার কালিনগর জামাইপাড়ার মৃত চান মুনসি’র ছেলে আব্দুল মান্নান (৫২) এবং একই উপজেলার কালিনগর বাগানবাড়ির মৃত কালু’র মেয়ে ও আব্দুল মান্নানের স্ত্রী মোছা: কোহিনুর বেগম (৪৭)। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ৫ মার্চ সকালে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানা এলাকার বোয়ালিয়া ইউনিয়নের কালীনগর জামাইপাড়ায় মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান এর বসতবাড়িতে ও গোমস্তাপুর থানা এলাকার বোয়ালিয়া ইউনিয়নের কালীনগর বাগানবাড়ি এলাকায় মোছা: কোহিনুর বেগম এর বসত বাড়িতে কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২ হাজার ৩৯০ লিটার চোলাই মদ, ৫টি প্লাস্টিকের ড্রাম-৩টি এলুমিনিয়ামের পাতিল, ৭টি মাটির হাড়ি এবং ৪টি প্লাস্টিকের বালতিসহ মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান এবং মোছা: কোহিনুর বেগম কে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় জেলার গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

[wps_visitor_counter]