নোয়াখালী ইউপি নির্বাচন: ৫টিতে নৌকা প্রার্থী ২টি স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

প্রকাশিত : জুন ১৫, ২০২২ , ৮:৪৭ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সদর, সেনবাগ, বেগমগঞ্জ ও হাতিয়ার ৭টি ইউনিয়নে অনুষ্ঠিত ভোটে ৫টিতে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তোফজ্জল হোসেন বাবলু ৪৪১৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্ধী মটর সাইকের প্রতীকের প্রার্থী আনোয়ারুল কাদিম পেয়েছেন ৩৭৩৩ ভোট। বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহজাহান সাজু পেয়েছেন ৬৩৯০, তার নিকটতম প্রতিদ্বন্ধী টেলিফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দ্বীন মোহম্মদ ভূঁইয়া পেয়েছেন ৪১৭১ ভোট। হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন ৭০৭২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্ধী মুশফিকুর রহমান পেয়েছে ১৬৩৫ ভোট। চনন্দী ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আজহার উদ্দিন ৭৮১৫ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্ধী আমিরুল ইসলাম শামিম পেয়েছেন ১২৯০ ভোট। এছাড়া সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আলম রিগান, কেশারপাড় ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র আবদুল হক ও অর্জুনতলা ইউনিয়নে টেলিফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন রিপন বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। জেলা সিনিয়র নির্বাচন অফিসার মেজবাহ উদ্দিন জানান, ৭টি ইউনিয়নের ৭৫টি কেন্দ্রের ৪৭৭টি বুথে বুধবার সকাল ৮টা থেকে একযোগে ভোট গ্রহণ শেষের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

[wps_visitor_counter]