সিলেট সুনামগঞ্জের বন্যা দুর্গতদের পাশে পারি ফাউন্ডেশন

প্রকাশিত : জুন ২০, ২০২২ , ২:০৩ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সিলেট-সুনামগঞ্জের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন পারি ফাউন্ডেশন। বিগত দুই দিন থেকে দুর্গতদের সাহায্যের জন্য নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরসহ বিভিন্ন হাট-বাজার ও ব্যক্তির কাছ থেকে স্বেচ্ছাসেবীরা নগদ অর্থ সংগ্রহ করছেন। সংগ্রহকৃত এই অর্থ তারা সিলেট-সুনামগঞ্জের অসহায় বন্যা দুর্গত মানুষের জন্য পাঠাচ্ছেন। সোমবার সকাল সাড়ে ১০ টায় পারি ফাউন্ডেশন নোয়াখালী শাখার কোঅরডিনেটর ফিরোজ আহম্মদ পলাশ জানান, বন্যা শুরু হওয়ার পর থেকেই আমাদের একাধিক স্বেচ্ছাসেবী টিম দুর্গত এলাকায় অবস্থান করে বন্যার্তদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করছে। যেহেতু এখন বন্যার্তদের সব চেয়ে বেশি প্রয়োজন বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবার, তাই আমরা অর্থ সংগ্রহ করে খাদ্য সামগ্রী ক্রয় করে সেখানে পাঠাচ্ছি। সমাজের অনেক বিত্তবান আমাদেরকে প্রকাশ্য ও গোপনে সহযোগিতা করছেন। বন্যার ভয়াবহতা কমার আগ পর্যন্ত পারি ফাউন্ডেশনের এমন মানবিক কার্যক্রম সিলেট-সুনামগঞ্জ এলাকায় অব্যাহত থাকবে বলেও জানান এই সংগঠক।

[wps_visitor_counter]