নওগাঁর পত্নীতলায় তিনদিন ব্যাপী এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের প্রশিক্ষণের সমাপনী

প্রকাশিত : জুলাই ৭, ২০২২ , ৬:৩৩ অপরাহ্ণ

আলহাজ্ব মোঃ সামসুর রহমান চৌধুরী (বুলবুল চৌধুরী), নওগাঁ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:নওগাঁর পত্নীতলায় বেসরকারী এনজিও সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে পত্নীতলা প্রেসক্লাব ও এডভোকেসি নেটওয়ার্ক এর সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা সমাজ সেবা অফিসার সুলতান আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, ওয়েভ ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মানোয়েল টুডু, ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষক আমিনুল হক বেলাল, এডভোকেসি নেটওয়ার্ক এর সাঃসম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, এডভোকেসি নেটওয়ার্ক মহাদেবপুরের সভাপতি লিয়াকত আলী। এসময় স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশন ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট রাজশাহীর সুদিপ কুমার ঘোষ। আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, পত্নীতলা প্রেসক্লাবের সাঃ সম্পাদক মনিবুর রহমান চৌধুরী গোল্ডেন, সাংবাদিক শামিম আক্তার প্রিন্স, ব্রেলভীর চৌধুরী, মিজানুর রহমান, আল-আমিন রহমান, আদিবাসী নেতা নরেন পাহান, জতিন টপ্য, পরেশ টুডু, দলিত নেতা সুমন কুমার, মহিলা কাউন্সিলর ফারজানা খাতুন, ফারহানা খাতুন, মুক্তি রাণী প্রমুখ।

[wps_visitor_counter]