ময়মনসিংহে পুনরায় জেলা পরিষদ চেয়ারম্যান হলেন অধ্যাপক ইউসুফ খান পাঠান

প্রকাশিত : অক্টোবর ১৮, ২০২২ , ১:১৭ পূর্বাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান চেয়ারম্যান পদে ১ হাজার ১৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) এনামুল হক এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, নির্বাচনে অধ্যাপক ইউসুফ খান পাঠান আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ হাজার ১৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক (চশমা) আমিনুল ইসলাম পেয়েছেন ৫৩৬ ভোট। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) এনামুল হক আরও জানান, এ নির্বাচনে মোট ভোটার ছিল ২ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৫৯৮, নারী ভোটার ৪৯১ জন।
উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ৯টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। জেলার ১৩ টি কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরা। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ১৩টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৭ জন এবং ৫টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন।

[wps_visitor_counter]