বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : এপ্রিল ১০, ২০২৩ , ১১:৪৯ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত থেকে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১.৫ কেজি হেরোইন জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রবিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার নলডুবি বাজার সংলগ্ন পাগলা নদীর পাড়ে এই অভিযান চালানো হয়। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল গোলাম কিবরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিজিবি রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক গভীর রাতে নিজস্ব তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশ প্রবেশ করতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ১১টায় ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে চকপাড়া বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/৪ এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নলডুবি বাজার সংলগ্ন পাগলা নদীর পাড়ে মাদক-বিরোধী অভিযান চালায়। অভিযানে মালিক-বিহীন অবস্থায় ১৫ হাজার পিস ইয়াবা এবং ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করতে সক্ষম হয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

[wps_visitor_counter]