স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বুলবুল মহলানবীশের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

প্রকাশিত : জুলাই ১৪, ২০২৩ , ৭:০০ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিশিষ্ট সংগীত শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রতিমন্ত্রী শুক্রবার এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বুলবুল মহলানবীশ ছিলেন একাধারে নজরুল সংগীতশিল্পী, কবি, লেখক, নাট্য ও আবৃত্তিশিল্পী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর গান বীর মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করেছিল। তাঁর মৃত্যুতে দেশের সংস্কৃতি অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। বুলবুল মহলানবীশ তাঁর সৃজনকর্মের মাধ্যমে দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বুলবুল মহলানবীশ শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

[wps_visitor_counter]