বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

প্রকাশিত : মে ২৬, ২০২৪ , ৭:১০ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক ও পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। রবিবার (২৬ মে ২০২৪ খ্রিস্টাব্দ) এক শোক বার্তায় মন্ত্রী বলেন, মরহুম মোহাম্মদ আনোয়ার উল হক একজন নিবেদিতপ্রাণ ও অবিচল ন্যায়মূর্তি ছিলেন। বাংলাদেশের বিচার বিভাগ ও ভূমি প্রশাসনে তাঁর অতুলনীয় অবদান জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। ভূমিমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

[wps_visitor_counter]