সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত : জুলাই ১৮, ২০২৩ , ৭:১৩ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের কোয়ারিয়া গ্রামের দালাল বাড়িতে লিজ-কৃত সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার দুপুরে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জানানো হয়, কোয়ারিয়া এলাকার নজির আহম্মদ, জাহাঙ্গীর আলম ও জাকির হোসেন ১৯৯৫ সালে ৯৩ শতাংশ সরকারের কাছ থেকে লিজ নিয়ে বসবার করছেন। ওই সম্পত্তির মধ্যে ২৭ শতাংশ সম্পত্তি দীর্ঘদিন থেকে জোর পূর্বক দখলের চেষ্টা করছে একই এলাকার ভুমিদস্যু খোরশেদ আলম। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, ভুমিদস্যু খোরশেদ আলম প্রভাব খাঁটিয়ে সরকারী সম্পত্তি ব্যক্তি মালিকানা বলে দখলের চেষ্টা করছে। এতে সঠিক কাগজপত্র থাকার পরও আমরা আতঙ্কে রয়েছি। এমতাবস্থায় ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। এ ব্যাপারে জানতে অভিযুক্ত খোরশেদ আলমের মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেননি।

[wps_visitor_counter]