তেঁতুলিয়ায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত : জানুয়ারি ১০, ২০২৪ , ৫:২৬ অপরাহ্ণ

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চক্ষু রোগীদের জন্য ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দিনব্যাপী উপজেলার ভজনপুর বেগম খালেদা জিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়। রাবেয়া চক্ষু হাসপাতালের রেজাউন নবী সরকারের আয়োজনে সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফ্রি চক্ষু সেবা প্রদান করা হয়। এসময় চিকিৎসা সেবা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাফিজুর রহমান। ফ্রি চক্ষু ক্যাম্পে দিনভর ১৪২ জন রোগীকে সেবা প্রদান করা হয়। এর মাঝে ছানি রোগে বেশী আক্রান্ত ১১ জন রোগীকে হাসপাতালে নিয়ে অপারেশনের ব্যবস্থা করা হয়। এসময় জান্নাতুন ফেরদৌসীর সহযোগিতায় উপস্থিত ছিলেন, ডাক্তারের সহযোগী ইমাম হাসান মাহিন, দায়িত্বে থাকা নার্স ও হাসপাতালে সদস্যরা।

[wps_visitor_counter]