উপ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত : জানুয়ারি ৫, ২০২৩ , ৮:১৫ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপ-নির্বাচনে মোট ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দাখিল করেছেন ৬ জন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বুধবার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র দাখিল করেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মশাল প্রতীকের জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। বৃহস্পতিবার দাখিল করেন ৪ জন। বৃহস্পতিবার দুপুর ১২টায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা প্রশাসকের নিকট মনোনয়ন দাখিল করেন, সাবেক যুবলীগ নেতা ব্যবসায়ী সামিউল হক লিটন। এদিন দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তাহারিমা এবং বিকেলে দাখিল করেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মোস্তাফিজুর রহমান মুকুল। অন্যদিকে, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টের কামরুজ্জামান খাঁন। ৬ জনের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ-৩ (ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল) আসনে মোট ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান (নৌকা), আওয়ামীলীগ নেতা মোহম্মদ আলী সরকার (স্বতন্ত্র), খুরশিদ আলম বাচ্চু (স্বতন্ত্র), বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ)‘র নবীউল ইসলাম, জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুল রাজ্জাক এবং জাকের পার্টির গোলাম মোস্তফা। আগামী ৮ জানুয়ারি রিটার্নিং অফিসার কর্তৃক দাখিল-কৃত মনোনয়নপত্র বাছাই করা হবে। ১৫ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনে ইভিএম এ ভোটগ্রহন হবে। উল্লেখ্য, বিএনপি নেতা হারুনুর রশিদ ৪৫-চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং আমিনুল ইসলাম ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদ হতে পদত্যাগ করায় আসন দুইটি শূন্য হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

[wps_visitor_counter]