রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রকাশিত : ডিসেম্বর ২৬, ২০২৩ , ৬:৪১ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা-স্তরে প্রবর্তিত বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিল এবং একতরফা প্রহসনের নির্বাচন বন্ধের দাবি জানিয়ে সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ)জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করার সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম এ কুদ্দুস, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা সোলাইমান আহমদ, জেলা জয়েন্ট সেক্রেটারি আইয়ুব আলী, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুর উদ্দীন আহমদ, আইন বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দীন, সহ-প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ, সদর থানা সভাপতি ইঞ্জিনিয়ারিং রাজু আহমদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাওলানা মোস্তফা কামাল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া আহমদ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা সভাপতি শিব্বীর আহমদ উসমানী, প্রচার ও দাওয়া সম্পাদক জুবায়ের আহমদ জুবেল প্রমুখ।

[wps_visitor_counter]