নোয়াখালীর মাস্টার পাড়া এখন আর্জেন্টিনা পাড়া

প্রকাশিত : নভেম্বর ২৬, ২০২২ , ৯:০৪ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিশ্বব্যাপী শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। সেই উন্মাদনার উত্তাল হাওয়া শহর মাড়িয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়েও পৌঁছেছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই কাঁপছে এখন ফুটবল জ্বরে। বিশ্বের নামকরা সব দেশ অংশ নিচ্ছে বিশ্বকাপ ফুটবলে। ভক্তরা যোগাচ্ছেন উৎসাহ উদ্দীপনা। তেমনি নোয়াখালীর আর্জেন্টিনার ভক্ত সিঙ্গাপুর প্রবাসী লুৎফর রহমান রাজিব ব্যানার, ফেস্টুন, পতাকা উড়িয়ে, পথ ঘাট, বাড়ী ঘর আর্জেন্টিনার পতাকার আদলে সাজিয়ে পুরো এলাকাকে বানিয়ে ফেলেছেন আর্জেন্টিনা পাড়া। এলাকাটি মাস্টার পাড়া থেকে রূপ নিয়েছে আর্জেন্টিনা পাড়ায়। এ নিয়ে উচ্ছোষিত এলাকাবাসীও। সরেজমিন গিয়ে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামের মাস্টার পাড়া এলাকার সিঙ্গাপুর প্রবাসী লুৎফর রহমান রাজিব দীর্ঘদিন থেকে বিশ্বের ফেভারিট ফুটবল দল আর্জেন্টিনার ভক্ত। চলতি বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তিনি এলাকাকে সাজিয়েছেন নতুন সাজে। ওই এলাকার গিয়ে দেখা গেছে, পুরো বাড়ি, হাট বাজার, পথ ঘাট সবই আর্জেন্টিনার পতাকায় মোড়ানো। এ যেন এক টুকরো আর্জেন্টিনা। মাস্টার পাড়ার কথা বলে জানা গেলো মাস্টার পাড়ার অধিকাংশ মানুষ রাজিবের মতো আর্জেন্টিনার। তারা জানায়, আগে ম্যারাডোনা ও পরে মেসির যাদুময় ফুটবল খেলা দেখে তারা আর্জেন্টিনার ভক্ত হয়েছে। আর্জেন্টিনার ভক্ত সমর্থকদের এই আনন্দকে আরো বাড়াতে রাজিব এমন উদ্যোগ নেয় বলে জানায় স্থানীয়রা। তারা আশাবাদী সেমির পায়ের যাদুময়ী খেলা দিয়ে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে নিবে। শুধু বড়রাই নয়, মাষ্টার পাড়াও তৈরি হচ্ছে আর্জেন্টিনা ও মেসির নতুন ভক্ত। লাউতলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ফরহাদ জানায়, তার বাবা আর্জেন্টিনার খেলা দেখে সব সময়। বাবাকে আর্জেন্টিনার সমর্থক দেখে সে নিজেও আর্জেন্টিনাকে ভালোবেসে ফেলেছে। এখন বাবার দেয়া আর্জেন্টিনা গেঞ্জি গায়ে সে এদিক সেদিক ঘুরে বেড়ায়। এতে তার ভালো লাগে। আর্জেন্টিনার খেলোয়াড় মেসিকেও তার ভালো লাগে। সে চায় এবার যেন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে। মাস্টারপাড়া এলাকার স্থানীয় সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মো: সামছু উদ্দিন জানান, আর্জেন্টিনার জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগ নেয়ায় আর্জেন্টিনা ও আর্জেন্টিনার ভক্ত প্রবাসী লুৎফর রহমান রাজিবের জন্য শুভকামনা রইলো। রাজিবের এমন উদ্যোগ নি:সন্দেহে ভালো। এতে ছেলেরা আরো উৎসাহিত হবে। ক্রীড়ানুরাগী আর্জেন্টিনার সমর্থক সিঙ্গাপুর প্রবাসী লুৎফর রহমান রাজিব জানান, আর্জেন্টিনা ভক্ত ও এলাকার মানুষদের আনন্দ দেয়ার জন্যই তিনি এমন উদ্যোগ নিয়েছেন। এই কার্যক্রম প্রতি বিশ্বকাপেই অব্যাহত থাকবে বলে জানান এই আর্জেন্টিনা সমর্থক। বিশ্ববাসীকে নান্দনিক ফুটবল খেলা উপহার দেয়ার মাধ্যমে প্রিয় মেসির হাত ধরে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে নেবে আর্জেন্টিনা এমনটাই প্রত্যাশা ভক্ত সমর্থকদের।

[wps_visitor_counter]