২৬তম সামিট কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত : জানুয়ারি ৬, ২০২৩ , ৯:৫৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তিন দিনব্যাপী ‘২৬তম সামিট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (০৬-০১-২০২৩) সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন। গত ০৪ জানুয়ারি ২০২৩ তারিখ হতে শুরু হওয়া গলফ এ টুর্নামেন্টের আজ শুক্রবার (০৬-০১-২০২৩) সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রতিযোগিতায় দেশি ও বিদেশী খেলোয়াড়সহ সর্বমোট ৬৫০ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে জনাব শহিদ-উল-হক উইনার, কর্নেল মোঃ হুমায়ূন রাশেদ রানার-আপ এবং মিসেস ফাতেমা রহমান লেডি উইনার হওয়ার গৌরব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে সামিট গ্রুপের চেয়ারম্যান জনাব মুহাম্মদ আজিজ খান, ক্লাব ক্যাপ্টেন; চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি, কুর্মিটোলা গলফ ক্লাব; ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ এবং দেশী-বিদেশী বিশিষ্ট ব্যক্তিবর্গ; খেলোয়াড়বৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এ মহতি উদ্যোগের জন্য সামিট গ্রুপের চেয়ারম্যান ও টুর্নামেন্ট কমিটির সকলকে ধন্যবাদ জানান।

[wps_visitor_counter]