বিজয় দিবসে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শ্রম প্রতিমন্ত্রীর

প্রকাশিত : ডিসেম্বর ১৬, ২০২২ , ৮:১৪ অপরাহ্ণ

খুলনা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খুলনা মহানগরীর গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
শুক্রবার জেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসের সূর্যোদয়ের সাথে সাথে তিনি প্রথমে তাঁর এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষে এবং পরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এবং খুলনা মহানগর আওয়ামী লীগ এর সভাপতি তালুকদার আব্দুল খালেক এর সাথে দলের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শ্রম প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক ত্যাগ স্বীকার করে এ জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। আজ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে জাতিকে উন্নত সমৃদ্ধ দেশ গঠনের সাথে সাথে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ উপহার দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে তাঁকে সহযোগিতা করতে হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, কোন ষড়যন্ত্রই শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। প্রধানমন্ত্রী করোনা মহামারিকে যেভাবে দক্ষতার সাথে মোকাবিলা করে সফল হয়েছেন, তেমনি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব মোকাবিলা করে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন। মহান বিজয় দিবসের এইদিনে দেশপ্রেমিক সকল বাঙালির প্রত্যাশা। এ সময় বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারসহ বিভাগীয় এবং জেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, সকল শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রতিমন্ত্রী খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করেন এবং মহানগর আওয়ামী লীগ এর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এর সভাপতিত্বে আলোচনা সভায় আগামী দিনের জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশনামূলক বক্তব্য দেন।

[wps_visitor_counter]