নিরীক্ষা ক্যাডারের বছরব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রকাশিত : ডিসেম্বর ৩০, ২০২২ , ৮:০৫ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিসিএস অডিট এন্ড একাউন্টস ক্যাডারের নবীন কর্মকর্তাদের এক বছরের ডিপার্টমেন্টাল প্রশিক্ষণ শুরু হয়েছে। কম্প্রটোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মুহাম্মদ মুসলিম চৌধুরী শুক্রবার রাজধানীর মিরপুরে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিতে (ফিমা) ৪০তম বিসিএস ব্যাচের কর্মকর্তাদের এ প্রশিক্ষণ উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তৃতায় সিএজি মুসলিম চৌধুরী বলেন, রাষ্ট্রের অর্থ ঠিকভাবে ব্যয় হচ্ছে কি না তা দেখভাল করার ক্ষেত্রে কর্মকর্তাদের জন্য বিশেষায়িত এ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিষয়টি এতো বিস্তৃত ও ব্যাপক যে এক বছরের কম সময়ে তা সম্পন্ন হয় না। প্রত্যেক কর্মকর্তাকে এ প্রশিক্ষণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে নিবেদিতভাবে প্রস্তুত হবার আহ্বান জানান তিনি। ফিমার মহাপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে কন্ট্রোলার জেনারেল অভ একাউন্টস মোঃ নূরুল ইসলাম, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মনোয়ারা হাবিব, সিনিয়র ডেপুটি কম্প্রটোলার এন্ড অডিটর জেনারেল ফাহমিদা ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]