বিএসএফ মহাপরিচালকের বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শন এবং বিজিবির সাথে শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৩ , ১০:৪৯ অপরাহ্ণ

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর মহাপরিচালক ড: এস এল থাউসেন।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী সীমান্তের জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করেন। পরে বিজিবি বিএসএফের মধ্যে ফুল ফল ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার রংপুরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম। এসময় উপস্থিত ছিলেন, বিএসএফ’র নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং বিজিবি’র ঠাকুরগাঁও সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান এবং পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক যুবায়েদ হাসান প্রমুখ। এছাড়াও দিনটিকে স্মরণীয় করে রাখতে বিজিবির রংপুর রিজিয়নের পক্ষে স্মারক প্রদান করা হয়। মূলত দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে বিএসএফ’র মহাপরিচালকের এই সফর বলে জানায় বিজিবি। একই সাথে বিজিবি- বিএসএফ একসাথে সীমান্তে হত্যা ও প্রতিরোধে কাজ করার অঙ্গিকার করেন।

[wps_visitor_counter]