চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল আই এর ২৪তম জন্মদিন পালন

প্রকাশিত : অক্টোবর ১, ২০২২ , ১১:২৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ এর ২৪তম শুভ জন্মদিন পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। “২৪ এ চ্যানেল আই-আসছে ২৫” শ্লোগানে এবছর মহা-আড়ম্বরে পালন করা হয় জন্মদিন। জন্মদিন উপলক্ষে ১ অক্টোবর শনিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে ‘আমার চ্যানেল আই দর্শক ফোরাম’ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। ‘চ্যানেল আই’ এর ২৪তম জন্মদিনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি হিসেবে অতিথিদের নিয়ে জন্মদিনের কেক কাটেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমদ শিমুল। স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই’র জেলা প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এ কে আলমগীর জাহান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, সাধারণ সম্পাদক ও ‘দৈনিক চাঁপাই চিত্র’র সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহা: জোনাব আলী, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা। উপস্থাপিকা রাশিদা নসিব শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কবি এনামুল হক তুফান। বক্তব্য রাখেন, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোস্তাক হোসেন, ফারুকা বেগম, রাইহানুল ইসলাম লুনা, আমার চ্যানেল আই দর্শক ফোরামের সদস্য আলহাজ¦ শামসুল হক, আলহাজ আব্দুল আওয়ালসহ অন্যরা। অনুষ্ঠানের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ এ কে আলমগীর জাহান, জেলা স্বাধীন প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাব, জেলার আম ও অন্যান্য ফলের পরিচর্যায় ‘ফুট প্রটেক্টিং পেপার ব্যাগ’ উৎপাদনকারী একমাত্র প্রতিষ্ঠান “চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট-জনেরা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বক্তারা চ্যানেল আই’র উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ স্যারকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও প্রাথমিক সরকারী বিদ্যালয়ের অব. প্রধান শিক্ষক ফারুকা বেগম। শেষে আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না’র শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

[wps_visitor_counter]