চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কন্যা-শিশু দিবস পালিত

প্রকাশিত : অক্টোবর ৪, ২০২২ , ৮:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ‘সময়ের অঙ্গীকার-কন্যা-শিশুর অধিকার’ প্রতিপাদ্যে এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার উম্মে সুমাইয়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক আতিকুল ইসলাম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাহমুদার রহমানসহ অন্যরা। জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু একাডেমীর যৌথ আয়োজনে সভায় আরও বক্তব্য রাখেন, কন্যা-শিশু মোসাঃ তোফিক আখতার ও সাহিদা আখতার। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]