সোনামসজিদ সীমান্ত থেকে ইয়াবা জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : অক্টোবর ২৯, ২০২২ , ৫:২৪ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৫২০ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি সদস্যরা। ৫৯ বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়
নিজস্ব তথ্যের ভিত্তিতে ২৯ অক্টোবর ২০২২ তারিখ সকাল ৫.৩০ মিনিটের সময় সোনামসজিদ বিওপির হাবিলদার মুন্সি মোঃ মমিনুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১৮৫/৯-এস সীমান্ত পিলার থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্বশানঘাট নামক স্থানে অভিযান চালিয়ে মালিক-বিহীন ৩৫২০ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। জব্দ-কৃত ইয়াবার দাম প্রায় দশ লাখ টাকা। জব্দ-কৃত ইয়াবার ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন, ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

[wps_visitor_counter]