চাঁপাইনবাবগঞ্জে আম বৈশ্বিক বাজারে রপ্তানি উন্নয়নে প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত : জুন ২১, ২০২২ , ৫:২০ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রোডাকশন বিজনেস প্রমোশন কাউন্সিলের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে আম ও আম জাতীয় মানসম্মত পণ্যের বহুমুখী-করণ ও বৈশ্বিক বাজারে রপ্তানির লক্ষ্যে প্যাকেজিং এর উন্নয়নে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা কৃষি হলরুমে ভার্চুয়ালি যুক্তি হয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিন্নাত রেহানা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ এগ্রো প্রসেসর’স এসোসিয়েশনের সচিব তৈমুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৫০ জন আমচাষী-ব্যবসায়ী অংশ নেয়।

[wps_visitor_counter]