কৃষিখাত ও কৃষি বাণিজ্যের উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করবে অস্ট্রেলিয়া

প্রকাশিত : মে ২৩, ২০২৪ , ৫:৩০ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া, অস্ট্রেলিয়া-বাংলাদেশ উভয় পক্ষই মৎস্য ও প্রাণিসম্পদ পণ্যসহ দ্বিপাক্ষিক কৃষি বাণিজ্যের উন্নয়নে একসাথে কাজ করতে সম্মত হয়েছে। বুধবার (২২ মে ২০২৪ খ্রিস্টাব্দ) অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-বাংলাদেশ কৃষিবিষয়ক দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয়ে দু’দেশ সম্মত হয়। বাংলাদেশের কৃষিসচিব ওয়াহিদা আক্তার ও অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের কৃষি, মৎস্য ও বন বিভাগের সচিব অ্যাডাম ফেনেসি পিএসএম নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বাংলাদেশের ৬ সদস্যের প্রতিনিধিদলে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: মাহমুদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসসহ মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বৈঠকে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদল, বাংলাদেশে মিথাইল ব্রোমাইড ফিউমিগেশন সুবিধা স্থাপনসহ প্ল্যান্ট কোয়ারেন্টাইন, বায়োসিকিউরিটি, জার্মপ্লাজম এক্সচেঞ্জ, জেনেটিক রিসার্চ, ব্রিড ডেভেলপমেন্ট ও ফার্ম ম্যানেজমেন্ট ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে। অস্ট্রেলিয়া থেকে সরাসরি জিটুজি ভিত্তিতে গম ক্রয় করার বিষয়ে বিকল্প অন্বেষণ করতে দু’দেশই সম্মত হয়েছে। দ্বিপাক্ষিক ওয়ার্কিং গ্রুপের বৈঠক, নিয়মিত বৈঠক ও অন্যান্য সংলাপের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতেও সম্মত হয়েছে দু’দেশের প্রতিনিধিদল। বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মকর্তা ও বিভিন্ন সেক্টরের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।

[wps_visitor_counter]