বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিরল প্রজাতির একটি নীলগাই হস্তান্তর করেছে বিজিবি

প্রকাশিত : জানুয়ারি ৫, ২০২৩ , ৮:০৮ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিরল প্রজাতির একটি নীলগাই হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে বিজিবি’র ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরে বন অধিদফতরের অধীনস্থ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. ছানাউল্যা পাটোয়ারীর নিকট গাইটি হস্তান্তর করেন। এসময় বিজিবি’র পরিচালক (ভেটেরিনারি) আ ন ম আশরাফুল আলম মণ্ডলসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তা এবং বন অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছ বিজিবি জানায়, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী হাউসনগর থেকে নীলগাইটিকে উদ্ধার করা হয়। এলাকাবাসীর ধাওয়ায় তার শরীরে মারাত্মক জখম হয়। এছাড়া দীর্ঘক্ষণ না খেয়ে থাকায় অত্যন্ত দুর্বল ও মৃতপ্রায় হয়ে পড়ে। পরে সংবেদনশীল ও বিরল প্রজাতির এই প্রাণীটিকে উদ্ধার করে বিজিবি’র তত্বাবধানে ভেটেরিনারিতে চিকিৎসা, প্রয়োজনীয় খাবার ও বাসস্থানের ব্যবস্থা করা হয়। একপর্যায়ে নিবিড় পরিচর্যায় সম্পূর্ণরূপে সুস্থ ও সুঠাম দেহের অধিকারী করে তোলা হয়। বৃহস্পতিবার এটিকে জাতীয়ভাবে সংরক্ষণের জন্য বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

[wps_visitor_counter]