বিরামপুরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন বিরোধী অবহিতকরণ কর্মশালা

প্রকাশিত : মে ৩০, ২০২২ , ৬:৪১ অপরাহ্ণ

মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দুই দিনব্যাপী উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে ইভটিজিং, যৌতুক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন বিরোধী অবহিতকরণ কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদসদস্য মো. শিবলী সাদিক। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায়, বাল্যবিবাহ, যৌতুক, বাল্যবিবাহের কুফল, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় এবং ইভটিজিং ও নারীনির্যাতনের ফলে স্বল্প ও দীর্ঘমেয়াদী মানসিক ও শারীরিক প্রভাব/প্রতিক্রিয়া এবং এর থেকে উত্তরণের উপায় ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইউপি জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহবুবুর রহমান ডলার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বাস্তবায়নে কর্মশালায়, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের প্রতিনিধি, সাংবাদিক, ইমাম, কাজী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]