ঠাকুরগাঁওয়ে জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত : আগস্ট ৪, ২০২২ , ৯:০৯ অপরাহ্ণ

বিধান দাস, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:সুষ্ঠু বিচার ও ক্রয়-কৃত জমি উদ্ধারের দাবিতে ঠাকুরগাঁও প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে জমির ক্রেতা। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও গড়েয়া ইউনিয়নের লস্করাগ্রামের স্বজল কুমার চৌধুরী এক লিখিত বক্তব্যে বলেন, আমি ও আমার ব্যবসায়ীক অংশীদার ফখরুল ইসলাম জুয়েল একটি ডাঙ্গা জমি ক্রয় করি যা পৈত্রিক-সূত্রে প্রাপ্ত মনজু রহমান, হামিদুর রহমান, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম, নূরুল হুদা, নুর আলম, বিলকিছ বেগম ও সালেহা বেগমের কাছ থেকে গত ২৫ মে হতে ৩০জুন পর্যন্ত বিভিন্ন তারিখে রেজিস্ট্রি বায়না ও ষ্ট্যাম্পের মাধ্যমে গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা মৌজার জেএল নং-৭৭,সিএস খতিয়ান-২১৭,খারিজ খতিয়ান নং-৮৫৭,১১৮৫,১১৮৬,১১৮৭ ,এসএ খতিয়ান-২২৭,দাগ নং-৬৪৫, ১ একর ২৯শতক হইতে ১একর ০৮ শতক ও দাগ নং-৬৪৬, ১একর ২৬ শতক হতে ৫২ শতক।দুই দাগে সর্বমোট ১ একর ৬০ শতক জমি বায়না দলিল মূলে ক্রয় করি।নিয়ম অনুযায়ী বায়না দলিল মূলে রেজিস্ট্রিকৃত সম্পর্কিত স্থানীয় ও জাতীয় পত্রিকায় লিগ্যাল নোটিশও দেওয়া হয়। আমি ও আমার বন্ধু জুয়েল বায়না নামা দলিল মূলে ক্রয়-কৃত জমিতে গত শনিবার দুপুরে সাইনবোর্ড টাঙাতে খুঁটি দিতে গেলে এসময় খেলার মাঠ দাবী করে একদল দুর্বৃত্ত ও তাদের লোকজন লাঠিসোটা নিয়ে এসে আমাকে ও আমার বন্ধু জুয়েলকে মারপিট করে।এসময় একটি মাহেন্দ্র টলিতে আমাদের নির্মাণ সামগ্রী ,কয়েকটি মোটরসাইকেল ভাংচুরসহ প্রায় দশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং তারা আমাদের কাছে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমরা দিতে অস্বীকার করলে আমাদেরকে মেরে ফেলার উদ্দেশ্যে বাঁশের লাঠি, দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমার মাথায় ও শরীরে এলোপাথাড়ি আঘাত করে। পরবর্তীতে স্থানীয়রা তাদের হাত থেকে আমাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে গত ৩০জুলাই ঠাকুরগাঁও সদর থানায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৯০/১০০ জনের নামে একটি এজাহার করি। কিন্তু পুলিশ অজ্ঞাত কারণে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। উপরন্তু সোহেল শাহ ও তার লোকজন আমাদের ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে। তাই প্রাণ ভয়ে এবং ন্যায্য বিচারের দাবিতে সাংবাদিকদের শরণাপন্ন হলাম। আপনারাই পারেন আপনাদের লেখনীর মাধ্যমে সত্য ঘটনা তুলে ধরে আমাদের ন্যায্য বিচার পাইয়ে দিতে। সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাঃ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস, সাঃ সম্পাদক ফরিদুল ইসলাম রঞ্জুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]