নান্দাইলে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত : আগস্ট ৮, ২০২২ , ৪:১৬ অপরাহ্ণ

আবু জাফর মোহাম্মদ রকিবুল করিম, নান্দাইল প্রতিনিধি, ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের নান্দাইলে ভিমরুলের কামড়ে সাওদা নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ভিমরুলের কামড়ে নিহত শিশুর মা ও দাদী আহত হয়েছেন। রবিবার (৭ আগস্ট) বিকেলে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তাঁরাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাওদা উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তাঁরাপাশা গ্রামের খালেদ ভূইয়ার মেয়ে। নান্দাইলের জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউনিয়নের তারাপাশা গ্রামের খালেদ ভূইয়া তার বাড়িতে নতুন ঘর তৈরি করছেন। রবিবার বিকেলের দিকে খালেদের বৃদ্ধ মা ওই ঘরের পেছনে যান। গিয়েই তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে সাওদাকে কোলে নিয়ে তার মা দৌড়ে ঘরের পেছনে যান। এ সময় তাদেরকেও ভিমরুল কামড়ায়। পরে বাড়ির অন্যরা টের পেয়ে তাদের পাশ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান অবস্থার অবনতি হলে শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অভিবাবকরা তাকে হাসপাতালে না নিয়ে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার পর শিশুটির অবস্থার অবনতি হলে আবারও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে নেওয়ার পথেই শিশুটি মারা যায়। তিনি আরও বলেন, ওই ঘটনায় আহত বৃদ্ধা হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। তবে শিশুটির মায়ের অবস্থা ভালো হওয়ায় তিনি বাড়িতেই অবস্থান করছেন।

 

[wps_visitor_counter]