চাঁপাইনবাবগঞ্জে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত : আগস্ট ৮, ২০২২ , ৬:৪৯ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:জাতির পিতার অনুপ্রেরণা-দানকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর নানান কর্মসূচির মধ্যদিয়ে ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুর সোয়া ১২টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার এস এ এম ফজল-ই খুদা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ প্রমুখ। পরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কর্মক্ষম, অসহায় ও অসচ্ছল নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১২ জনকে সেলাই মেশিন ও ৭ জনকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করা হয়। অপরদিকে, জেলা স্বেচ্ছাসেবক-লীগের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় জেলা শহরের পাঠানপাড়াস্থ শহিদ মনিমুল হক সড়কের আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি মোহাঃ আব্দুল আওয়াল গনি জোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম ফায়জার রহমান কনকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোসিকুল আলম বাবুল, আ’লীগ নেতা জুবায়ের প্রমুখ। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সকালে কোরআনখানি অনুষ্ঠিত হয়।

[wps_visitor_counter]