ধোবাউড়ায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত : আগস্ট ২৫, ২০২২ , ৯:০০ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সদর বাজারে গভীর রাতে ভয়াবহ আগুনে কমপক্ষে ৯ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। বুধবার রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটের দিকে বাজারের মাছমহল সংলগ্ন একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়লে এ ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন তখন মধ্যরাতের আগুনে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার পরপরই মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় একটি জুয়েলার্সের দোকান, একটি কাপড়ের দোকান, তুলার দোকান, সুতার দোকান ও একটি বাসাসহ ৯ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
দ্রুত খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা। সুতার ব্যবসায়ী আছর উদ্দিন বলেন, ‘আমি গরীব মানুষ, আমার সব শেষ হয়ে গেছে। আমার দোকানে প্রায় ৬/৭ লক্ষ টাকার মালামাল ছিলো। সব পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সোবহান, সুনিল সরকার, শাফিকুল ইসলাম জানান, আমরা কেউ দোকানে ছিলাম না, খবর পেয়ে এসে দেখি আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে। ধোবাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, ‘শুরুতে পুলিশসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে যাওয়া দোকানগুলো টিনের বেড়া ও কাঠের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে৷ পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর সকালে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ দোকানগুলো পরিদর্শন করেছেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ উজ্জ্বল।’

[wps_visitor_counter]