শিবগঞ্জে নৌকাডুবির ২৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত : সেপ্টেম্বর ৫, ২০২২ , ১০:১৫ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জে পদ্মায় নৌকাডুবির ঘটনায় প্রায় ২৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্রী সানজিদা খাতুনের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে ঘটনাস্থলের আধা কিলোমিটার দুরে ভেসে উঠে মরদেহটি। শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার রজব আলী শেখ জানান, সোমবার দুপুরে অনেক খোঁজাখুজির পর মরদেহ না পেয়ে অভিযান স্থগিত ঘোষণা করা হয়। কিন্তু বিকেল ৫টার দিকে ঘটনাস্থলের কিছুটা দূরে নিখোঁজ সানজিদার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। এর আগে রোববার দুপুরে একটি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিলেন ১৩ শিক্ষার্থী। ফিল্টেরহাট এলাকার সাহেবের ঘাটে নৌকার মাঝি না পেয়ে তারা নিজেরাই নৌকা চালিয়ে বাড়ি ফেরার চেষ্টা করে। এক পর্যায়ে নদীর মাঝামাঝি পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এ সময় তাদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে ১২ জনকে জীবিত উদ্ধার করে। এ ঘটনায় সানজিদা খাতুন নামে এক নবম শ্রেণির স্কুলছাত্রী নিখোঁজ হয়। ওই স্কুলছাত্রী নামোজগন্নাথপুর জৈয়ব মন্ডলপাড়ার কামরুল ইসলামের মেয়ে।

[wps_visitor_counter]