মৌলভীবাজারে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মানববন্ধন

প্রকাশিত : অক্টোবর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে কেন্দ্রীয় কমিটির পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে সারা দেশের ন্যায় ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শনিবার (১ অক্টোবর) সকালে মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ “বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই” এই শ্লোগানে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক ও বিটিসিএল, মৌলভীবাজার এর এসটিএ কবির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- মৌলভীবাজার সাব রেজিস্টার অফিসের ফরহাদ আলম, এলজিডি সদর অফিসের মোঃ আকরাম হোসেন, জেলা রেজিস্টার এর রেকর্ড-কিপার সৈয়দা আফতারুন নেছা, গণ স্বাস্থ্য অফিসের সুমন প্রমুখ। বক্তারা ৭ দফা দাবীর মধ্যে অন্যতম হলো- বৈষম্য-মুক্ত ৯ম পে-স্কেল ঘোষণা, অন্তবর্তীকালীন সময়ের জন্য ১১-২০ গ্রেডের কর্মচারীদের ৫০% মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, সচিবালয়ের ন্যায় পদ-পদবী এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন এর দাবী জানান। দাবী আদায় না হলে আগামী ১৫ অক্টোবর-২০২২ইং জাতীয় প্রেসক্লাব এর সামনে মানববন্ধন কর্মসূচী পালন শেষে প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা করেন। এর পরও দাবী আদায় না হলে আগামী ১ নভেম্বর সংবাদ সম্মেলন এর মাধ্যমে কঠোর থেকে কঠোরতর কর্মসূচীর ঘোষণা দেন। মানববন্ধনে সরকারি বিভিন্ন অফিসের কর্মরত কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]