ঝিনাইদহের কথিত সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২২ , ১১:৫৪ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহে কথিত সাংবাদিক এমএ সামাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার চন্ডিপুর গ্রামে এ মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী। ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য মীর কামরুজ্জামান, ভুক্তভোগী আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গ্রামের বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এর আগে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলেন, বাড়ি করার জন্য কথিত সাংবাদিক সামাদের কাছ থেকে ২শতক জমি ক্রয়ের জন্য ১ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করেন ভূমিহীন আনোয়ার হোসেন। সামাদ দীর্ঘ ১ বছরেও জমি রেজিস্ট্রি না করে সাংবাদিকতার ক্ষমতা দেখিয়ে তাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। এই প্রতারককে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। স্থানীয় ইউপি সদস্য মীর কামরুজ্জামান জানান, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে চন্ডিপুর গ্রামের কথিত সাংবাদিক এমএ সামাদ দিনমজুর ভূমিহীন আনোয়ারের কাছে ২ শতক জমি বিক্রয়ের জন্য ১লাখ ৭৫ হাজার নেয়। আনোয়ার এনজিও থেকে ঋণ নিয়ে তাকে টাকা দিয়েছে। কিন্তু দীর্ঘ ১বছর পার হলেও তার জমি রেজিস্ট্রিও করে না দিয়ে উল্টো সন্ত্রাসী বানিয়ে পত্রিকায় সংবাদ প্রচারসহ বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে। তবে জমি ক্রয়ের বিষয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা সকলেই জানে। কথিত সাংবাদিক সামাদ এখন কারও কথা শুনছে না বরং উল্টো সবাইকে সাংবাদিকতার ক্ষমতা দেখিয়ে পুলিশ প্রশাসনের ভয়ভীতি দেখাচ্ছে। এমন প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তার।

[wps_visitor_counter]