মৌলভীবাজারে এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

প্রকাশিত : জানুয়ারি ৩১, ২০২৩ , ৭:৫৬ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: এলজিইডি নির্বাহী প্রকৌশলী ও চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানীর এর উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারী সন্ত্রাসী শাহাবুদ্দিনসহ জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাশিÍর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) মৌলভীবাজার এলজিইডি ভবনের সামনে এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীরা এ মানববন্ধনের আয়োজন করে। মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহর সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর উপজেলা প্রকৌশলী মো. আলমগীর চৌধুরীর পরিচালনায় আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন- এলজিইডির সিনিয়র সহকারি প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ, সহকারী প্রকৗশলী রাজ হোসেন, উপ-সহকারি প্রকৌশলী শরীফুল হক, আব্দুল খালিক, সূর্বনা রানী রায় প্রমুখ। বক্তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আক্রান্ত প্রকৌশলীর নিরাপত্তা সুনিশ্চিত করা, প্রচলিত ফৌজদারি আইনের আওতায় আনা, বিভাগীয় তদন্ত করে মাঠ পর্যায়ে কর্মক্ষেত্রে প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি বিকেলে চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানীর এর উপর ওপর হামলার ঘটনা ঘটে।

[wps_visitor_counter]