সাঁওতাল ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ফেব্রুয়ারি ৮, ২০২৩ , ১:২৯ পূর্বাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল ও সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নাচোল উপজেলা পরিষদ চত্বরে ১২১০ জন শীতার্তের মাঝে এসব শীতবস্ত্র দেয়া হয়। শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির আওতায় নাচোল উপজেলার নাচোল সদর, কসবা ও নেজামপুর ইউনিয়নের বাসিন্দাদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। সামাজিক উন্নয়ন সংস্থা হেকস/ইপার এর সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে ডাসকো ফাউন্ডেশন। শীতবস্ত্র পাওয়া উপকার-ভোগীদের মাঝে ছিল ৮০ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাঁওতাল ও বাকি ২০ শতাংশ সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া প্রান্তিক জনগোষ্ঠী। এরমধ্যে নাচোল সদর ইউনিয়নে ৪৯২ জন, নেজামপুর ইউনিয়নে ৪৯৪ ও কসবা ইউনিয়নে ২২৪ জনের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। এসময় ইউএনও মোহাইমেনা শারমিন বলেন, প্রধানমন্ত্রী দেশের সকল জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছেন। তাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব নয়। সরকার এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। সরকারের পাশাপাশি নাচোলে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গঠন করতে এই ধারা অব্যাহত রাখতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন, নাচোল সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজমা বেগম, নাজিরা পারভীন, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা আলতাফুর রহমান, অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা কামাল বারুদ, রিভাইভ প্রকল্পের ফিন্যান্স এন্ড অ্যাডমিন অফিসার বিনয় টুডু, টেকসই প্রকল্পে’র ফিন্যান্স অফিসার জাহিদুল ইসলামসহ অন্যান্যরা।

[wps_visitor_counter]