বেগমগঞ্জে ১৩৮টি ভূমিহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার

প্রকাশিত : মার্চ ২২, ২০২৩ , ৯:০৭ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ১১টায় বেগমগঞ্জে ১৩৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বসত ঘর ও জমির দলিল হস্তান্তর উদ্বোধন করেন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ ডিজিটাল মিলনায়তনে নির্বাহী অফিসার ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিলটন রায়। বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুর হোসেন মাসুদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ, সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন, বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম, ছয়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অহিদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আসিফ আল জিনাত। উক্ত সুধী সমাবেশে সাংবাদিক, জনপ্রতিনিধি, উপজেলার সকল ভ‚মি সহকারী কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মানবিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]