বাংলার বর্ণমালা পত্রিকার বর্ষসেরা সাংবাদিক ইকবাল হোসেন রিংকু

প্রকাশিত : মার্চ ২২, ২০২৩ , ৯:৩২ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: “বাংলার বর্ণমালা” পত্রিকার বর্ষসেরা সাংবাদিক হিসাবে সম্মাননা গ্রহণ করলেন মৌলভীবাজারের ইকবাল হোসেন রিংকু। (১৯ মার্চ) রবিবার রাজধানীর শ্যামপুর প্রেস ক্লাব মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় সাপ্তাহিক বাংলার বর্ণমালা’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি, সাহিত্য ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ এর ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মোহাম্মদ আজহার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জোনাকি মিডিয়া এন্ড কমিউনিকেশন লিমিটেড কর্তৃক পরিচালিত আইপি টিভি “জোনাকী টেলিভিশন‘র ম্যানেজিং ডিরেক্টর ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোস্তফা খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডাক বাংলা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় সাপ্তাহিক বাংলার বর্ণমালার উপদেষ্টা শ ম দেলোয়ার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব মহিলা লীগ ঢাকা মহানগর দক্ষিণ‘র সদস্য মিসেস নুরজাহান হাসান, লেখক ও সংগঠক ড. মোঃ আবু তাহের, বিশাল বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও সাহিত্যিক মাহবুবা লাকি, জাতীয় শ্রমিক লীগ শ্যামপুর থানার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, ডিঙ্গামানিক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ সরকার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব এইচ এম রনি, যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের সভাপতি ও দৈনিক দিন প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম, লেখক ও সংগঠক লায়ন ছিদ্দিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয় সাপ্তাহিক বাংলার বর্ণমালার উপদেষ্টা মোঃ সাইদুজ্জামান শান্ত, বিশিষ্ট শিল্পপতি মোঃ মতিউর রহমান, শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম জনি, কবি ও মানবাধিকার সংগঠক বিবি ফাতেমা। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- কবি ও বাচিক-শিল্পী জহিরুল হক বিদ্যুৎ, কবি ও সংগঠক অসীম ভট্টাচার্য, জাতীয় সাপ্তাহিক বাংলার বর্ণমালার সাহিত্য বিষয়ক সম্পাদিকা শামীমা আক্তার, কবি, শিক্ষক ও সংগঠক মাসুম আহমেদ রানা, দীনেশ চন্দ্র মন্ডল, শ্যামপুর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন প্রমুখ। সর্বশেষে আমন্ত্রিত সাংবাদিক, কবি, সংগঠক, সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক ও সম্মাননা সনদপত্র ও বর্ষসেরা সাংবাদিক নির্বাচন করা হয়। এতে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন (রিংকু)কে বর্ষসেরা সাংবাদিক ও গণমাধ্যম ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।

[wps_visitor_counter]