যৌতুক বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির আহবান

প্রকাশিত : জুন ১৪, ২০২৩ , ৬:২৯ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: যৌতুক প্রথা, বাল্য বিয়ে প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির আহবান জানিয়েছেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম। উঠান বৈঠকে জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম বলেন, বাল্য বিবাহ একটি সমাজের জন্য মারাত্মক ক্ষতিকারক দিক। অল্প বয়সে বিয়ে হলে অপ্রাপ্তবয়স্ক কিশোরী স্বাস্থ্যঝুঁকি থাকে। তাই বাল্যবিবাহ রোধ করতে হলে সর্বপ্রথম পরিবার হতে সচেতন হতে হবে। জেলা প্রশাসক আরও বলেন, বাল্যবিবাহের ক্ষেত্রে মা’ দের ভূমিকাই বেশী। তাছাড়া যৌতুক, রোধে,গ্রাম, পাড়া মহল্লা,সমাজ থেকে নানা শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই সব সংক্রামক ব্যাধি হতে দেশ মুক্ত হতে পারবে, তবেই আমরা একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। বুধবার সকালে যৌতুক, বাল্য বিবাহ, প্রতিরোধে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম, উপস্থিত সকলের প্রতি এ আহবান জানান। বুধবার (১৪ জুন) সকালে সদর উপজেলা প্রশাসন ও তথ্য কেন্দ্রের আয়োজনে উপজেলার লৌহজঙ্গা গ্রামে বাল্য বিবাহ ও যৌতুক রোধে করনীয় শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমীন আক্তার সুমি, পদ্মাকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত। এ সময় উঠান বৈঠক এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, যুবা-বৃদ্ধ, নারী পুরুষসহ আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। পরে পদ্মাকর ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম। এ সময় বক্তারা বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাল্য বিবাহ ও যৌতুক প্রথা রোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

[wps_visitor_counter]