নওগাঁর পত্নীতলায় উপজেলা ইডিসি কমিটির ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত : জুন ২১, ২০২৩ , ৯:৩৮ অপরাহ্ণ

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় আশ্রয় এনজিও সংস্থার আয়োজনে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত এবং মানসম্মত শিক্ষা বাংলাদেশের প্রান্তিক পরিবারের শিশুদের জন্য (নিশ্চিত) প্রকল্পের আওতায় উপজেলা ইডিসি কমিটির ষাণ্মাসিক সভা বুধবার উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উক্ত কমিটির সভাপতি খাদিজাতুল কোবরা মুক্তার সভাপতিত্বে পত্নীতলা আশ্রয় এনজিও’র প্রজেক্ট ম্যানেজার মোসাঃ তহমিনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, সহকারী শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক মণ্ডলী, সূধীজন প্রমুখ।

[wps_visitor_counter]