স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

প্রকাশিত : জুন ২১, ২০২৩ , ৯:৫১ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ। সভায় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সামাদ, জেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মাসুদ আহমেদ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে গুরুত্ব দেন বক্তারা। এনিয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। সভায় ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

[wps_visitor_counter]