গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রকাশিত : জুলাই ১২, ২০২৩ , ১১:০৯ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর চৌমুহনী পৌর এলাকার দক্ষিণ নাজিরপুর ২ নম্বর ওয়ার্ডে সুমাইয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূকে মঙ্গলবার রাতে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী মোঃ রাজুর বিরুদ্ধে। ঘটনায় পর স্বামী ও শশুর শাশুড়ি পালিয়ে গেছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০১৮ ইং সালে পারিবারিক ভাবে বেলাল হোসেনের ছেলে রাজুর সাথে একই উপজেলার নরোত্তম পুর ইউনিয়নের সফি উল্যাহর মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয় । তাদের ঘরে বর্তমানে দুটি সন্তানও রয়েছে কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন অজুহাতে সুমাইয়ার উপর তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি শারীরিক নির্যাতন করতো বলে জানায় নিহতের পরিবার।
এসব ঝগড়া-বিবাদ নিয়ে এলাকায় একাধিক বার সালিশ দরবারও হয়েছিল। কিন্তু বখাটে রাজু মাদকাসক্ত হওয়ায় প্রতিনিয়ত তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতো বলে এলাকাবাসীর অভিযোগ। অবশেষে মঙ্গলবার রাতের কোনও এক সময় মারধরের পর গৃহবধূ সুমাইয়া আক্তারকে রাজু ও শশুর শাশুড়ি মিলে জোরপূর্বক বিষ খাইয়ে হত্যা করেছে বলে জানায় নিহতের পরিবার। ঘটনার পর স্বামী এবং শ্বশুর-শাশুড়ি পলাতক থাকায় পুলিশ তাদের আটক করতে পারেনি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর মৃত্যুর কারণ আত্মহত্যা নাকি পরিকল্পিত প্ররোচনামুলক হত্যা সেটি আমরা খতিয়ে দেখছি, তবে দোষী যেই হোক আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় নিয়ে আসবো।

[wps_visitor_counter]