জেলা পর্যায়ে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ডিসেম্বর ২৬, ২০২৩ , ৬:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে এলজিইডি‘র আয়োজনে, উপজেলা প্রকৌশলী, সাংবাদিক ও ঠিকাদারদের সমন্বয়ে জেলা পর্যায়ে “শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত সভা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বিকেলে মৌলভীবাজার এলজিইডি’র কামরুল ইসলাম মিলনায়তনে মৌলভীবাজার এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ, কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম, রাজনগর উপজেলা প্রকৌশলী রাজু সেন, দৈনিক আমাদের কণ্ঠ ও দৈনিক সিলেট বাণী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মশাহিদ আহমদ, দৈনিক গণমুক্তি জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার মৌলভীবাজার এলজিইডি (মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার) মোঃ বেলাল উদ্দিন, মেসার্স আমির এন্টার প্রাইজ এর ঠিকাদার, বড়লেখা কমিউনিটি অর্গানাইজার মোঃ রফিকুল ইসলাম, হিসাব রক্ষণ (জুড়ী) মোঃ আবুল কালাম আজাদ, মোঃ জাকির হোসেন খান, মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ ফরহাদ রহমান, মোঃ শরীফ হোসেন প্রমুখ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২০২৩-২০২৪ইং অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ৩.৩ ও ৩.৪ কার্যক্রম অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

[wps_visitor_counter]